সিরিজের প্রথম ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে হারিয়ে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় ওয়ানডেই সমতায় ফেরে কিউইরা। তবে তৃতীয় ম্যাচে রিবাট কোহলির বিধ্বংসী ব্যাটিংয়ে ৭ উইকেটে উড়ে গেছে নিউ জিল্যান্ড।
তবে এ ক্ষেত্রে নিউ জিল্যান্ডের রস টেইলরকে ধন্যবাদ দিতেই পারে ভারত। বিরাট কোহলির ব্যাট ছুঁয়ে আসা বল স্লিপে দাঁড়ানো রস টেইললের হাত গলে বেরিয়ে যায়। ইনিংসের শুরুতেই পাওয়া জীবনটা দারুণভাবে কাজে লাগালেন কোহলি। রান তাড়ায় একপাশ আগলে রেখে দুর্দান্ত শতকে দলকে এনে দিলেন রোমাঞ্চকর এক জয়।
কোহলির ১৫৪ রানের ইনিংসে ভর করে ১০ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় পায় ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
নিউ জিল্যান্ডের দেওয়া ২৮৬ রানের চ্যালেঞ্জে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে হারায় ভারত। হেনরির করা পঞ্চম ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ৬ রানে জীবন পান কোহলি।
বাকিটা সময় বোলারদের উপর ছড়ি ঘোরালেন, তুলে নিলেন ২৬তম ওয়ানডে শতক। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো খেললেন দেড়শ’ ছাড়ানো ইনিংস। ১৩৪ বলের হার না মানা এই ইনিংসে ছিল ১৬টি চার ও একটি ছক্কা।
সহজ এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে ১৫১ রানের জুটি গড়া মহেন্দ্র সিং ধোনির। ৯১ বলে ছয়টি চার ও তিন ছক্কায় ৮০ রান করেন অধিনায়ক।
রবিববার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৮৫ রান করে।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম