চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের যে স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন সাব্বির রহমান, সোমবার সকালে তিন বলের মধ্যে ২ উইকেট হারিয়ে সেই স্বপ্ন শেষ হয়ে গেছে টাইগারদের। অথচ পঞ্চম দিনের শুরুটা ভালোই করেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাব্বির রহমান ও তাইজুল ইসলাম। তিন ওভারের মধ্যে কোনো সমস্যা ছাড়াই স্কোর বোর্ডে তারা যোগ করেন ১০ রান।
এরপর দিনের চতুর্থ ওভারে ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। বেন স্টোকসের মিডল-লেগ স্ট্যাম্প বরাবর থাকা ওভারের প্রথম বলটি পেছন দিয়ে মারতে চেয়েছিলেন তাইজুল। কিন্তু ব্যাটে না লেগে সোজা প্যাডে লাগে বল। ইংলিশদের পক্ষ থেকে জোরালো আবেদন হলেও সাড়া দেননি আম্প্যায়ার। তবে রিভিউ নিয়ে সফল হন বেন স্টোকস। এর এক বল পরেই শফিউলের প্যাডে লাগে বল, এবার আম্প্যায়ার আঙ্গুল তুলে দেন। যদিও বাংলাদেশ রিভিউয়ের আবেদন করে, কিন্তু সেই আবেদন ব্যর্থ হলে ২২ রানে হেরে স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের।
এর আগে, রবিবার টেস্টের চতুর্থ দিনে ইমরুল কায়েস, মুশফিকুর রহমান ও সাব্বির রহমানের ৪০ ঊর্ধ্ব ইনিংসের ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে টেস্টের শেষ দিনে জিততে হলে টাইগারদের করতে হতো আরও ৩৩ রান। কিন্তু তাইজুল-শফিউল দ্রুত ফিরে যাওয়ায় ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়া হলো সাব্বির রহমানের।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৬/মাহবুব