রবিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বের্নানেউয়ে ম্যাচটি ২-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় সেভিয়াকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে স্পেনের এই দলটি। এই জয়ে শীর্ষে ওঠা রিয়াল মাদ্রিদের পয়েন্ট বেড়ে হলো ৯ ম্যাচে ২১। ২০ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। আর ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।
ম্যাচটিতে রক্ষণের দুর্বলতায় ও একের পর এক সুযোগ কাজে লাগাতে না পারায় পয়েন্ট হারাতে বসেছিল রিয়াল মাদ্রিদ। তবে বদলি নামা আলভারো মোরাতার গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি। ২৭তম মিনিটে রক্ষণের ভুলে গোল খেয়ে বসে রিয়াল। করিম বেনজেমার গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ম্যাচে সমতা ফিরিয়েছিলেন সাবিন।
৮৩তম মিনিটে জয়সূচক গোলটি পায় রিয়াল। বাঁ দিক থেকে বেলের ক্রস ডি বক্সে পেয়ে মোরাতার প্রথম শট গোলরক্ষক ঠেকিয়ে দেয়। পরে ফিরতি শটে বল জালে পাঠান বদলি নামা স্প্যানিশ স্ট্রাইকার আলভারো।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর,২০১৬/তাফসীর