তুমুল বিতর্কের মুখে ক্রিকেটার সাব্বির রহমান ও মডেল নায়লা নাঈমের করা কোমল পানীয় ‘অস্কার’ এর বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। গত দুই দিন ধরে টেলিভিশনে বিজ্ঞাপনটি আর প্রচারিত হচ্ছে না।
বিজ্ঞাপনদাতাদের সঙ্গে চুক্তি বাতিলের জন্য সাব্বিরকে প্রথমে মৌখিকভাবে নির্দেশ দেয় বিসিবি। পরবর্তীতে তাকে ই-মেইলের মাধ্যমেই নির্দেশনা দেয়া হয়। একই ধরনের ই–মেইল টিভি চ্যানেলগুলোর কাছেও বিসিবির পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সাব্বিরের কোন মন্তব্য পাওয়া না গেলেও নিজের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয় এমন কোন কর্মকাণ্ডে নিজেকে তিনি জড়াতে চান না বলে জানিয়েছে একটি সূত্র। বিসিবির নির্দেশও তিনি মেনে নিয়েছেন এখন। এর ফলে বিজ্ঞাপনটি প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন