আবুধাবি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানের জিতে নিয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট পেয়েছেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ।
৪৫৬ রানের টার্গেটে খেলতে নেমে সোমবার টেস্টের চতুর্থ দিনে শেষে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ১৭১ রান। ফলে জিততে হলে আজ মঙ্গলবার শেষ দিনে হোল্ডারের দলের করতে হতো ২৮৫ রান। শেষ দিন ব্ল্যাকউড ৪১ ও চেজ ১৭ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নামেন। চেজ ২০ রান করে সাজঘরে ফিরলেও ব্ল্যাকউড করেন ৯৫ রান। জ্যাসন হোল্ডার ফেরেন ১৬ রান করে। শাহি হোপের ব্যাট থেকে আসে ৪১ রান আর দেবেন্দ্র বিশু করেন ২৬ রান। তারপরও ৩২২ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তানের পক্ষে ইয়াসির শাহ একাই নিয়েছেন ৬টি উইকেট। এছাড়া, দুটি উইকেট নেন জুলফিকার বাবর। রাহাত আলী ও মোহাম্মদ নওয়াজ একটি করে উইকেট পান।
এর আগে দুবাই টেস্টে আজহার আলীর ত্রিপল সেঞ্চুরির সুবাদে ৫৬ রানের জয় পেয়েছিল পাকিস্তান।
স্কোর: পাকিস্তান - ৪৫২ ও ২২৭/২ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ - ২২৪ ও ৩২২
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৬/মাহবুব