ইংল্যান্ডের বিপক্ষে চলতি বছরের জুলাইয়ে লর্ডস টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের সময়ের সেরা স্পিনার ইয়াসির শাহ। এরপর দু'মাস পার হতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবুধাবিতে টেস্টে দেখা পেলেন আরও ১০ উইকেট।
যার ফলে আরেকটি রেকর্ডবুকে নাম উঠেছে তার। পাকিস্তানের সপ্তম বোলার হিসেবে ইয়াসির এক বছরে দ্বিতীয়বারের মতো এক ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।
পাকিস্তানের হয়ে এমন কীর্তির অধিকারী অপর ৬ ক্রিকেটার হলেন ইমরান খান, আবদুল কাদির, ওয়াকার ইউনুস, সাকলাইন মুশতাক, শোয়েব আকতার এবং সাইদ আজমল।
সাঈদ আজমল দল থেকে বাদ পড়ার পর পাকিস্তানের জার্সিতে প্রতিনিয়ত জাদু দেখিয়ে যাচ্ছেন ইয়াসির শাহ। ওয়েস্ট ইন্ডিসের বিপক্ষে গত ম্যাচে তো মাত্র ১৭ টেস্টে দ্বিতীয় দ্রুততম শত উইকেটের মালিক হন ৩০ বছর বয়সী এই স্পিনার।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/মাহবুব