বিপিএলের ঢাকা পর্বের প্রথম ধাপের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। এ ধাপে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ঢাকা ডায়নামাইটস। সমান ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে বরিশাল বুলস ও খুলনা টাইটান্স। আর ৪ ম্যাচে চারটিতে হেরে তলানিতে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এদিকে, ৩ অর্ধশতকে ১৮৪ রান নিয়ে শীর্ষে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা শাহরিয়ার নাফিস। ১০ রান কম নিয়ে নাফিসের ঠিক পরে ক্লাব সতীর্থ মুশফিকুর রহিম। বোলিংয়েও বিদেশি খেলোয়াড়দের পেছনে ফেলেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। ৮ উইকেট নিয়ে শীর্ষে জাতীয় দলের পোসার শফিউল ইসলাম, সমান পয়েন্ট নিয়ে দুয়ে মোহাম্মদ শহীদ।
বিপিএলের পয়েন্ট টেবিল:
দল ম্যাচ জয় পরাজয় পয়েন্ট
ঢাকা ডায়নামাইটস ৪ ৩ ১ ৬
বরিশাল বুলস ৪ ৩ ১ ৬
খুলনা টাইটান্স ৪ ৩ ১ ৬
রংপুর রাইডার্স ৩ ২ ১ ৪
রাজশাহী কিংস ৩ ১ ২ ২
চিটাগং ভাইকিংস ৪ ১ ৩ ২
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ ০ ৪ ০
সর্বোচ্চ রানের তালিকায় সেরা পাঁচ:
ব্যাটসম্যান ম্যাচ রান সর্বোচ্চ
নাফিস ৪ ১৮৪ ৬৫
মুশফিক ৪ ১৭৪ ৮১*
মারুফ ৪ ১৭০ ৭৫*
সাব্বির ৪ ১৫৭ ১২২
তামিম ৪ ১৪৩ ৭৫
সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সেরা পাঁচ:
ব্যাটসম্যান ম্যাচ উইকেট সেরা
শফিউল ৪ ৮ ৪/২৮
শহীদ ৪ ৮ ৩/২১
আফ্রিদি ৩ ৭ ৪/১২
নবী ৪ ৭ ৪/২৪
জুনায়েদ ৪ ৭ ৪/২৩
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৬/মাহবুব