সময়টা দারুণ কাটছে কুইন্টন ডি ককের। দলের হয়ে ধারাবাহিকভাবেই দেখিয়ে যাচ্ছেন ভালো নৈপুণ্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের পর দ্বিতীয় ইনিংসেও ডি কক খেলেন ৬৪ রানের ইনিংস। সিরিজের দ্বিতীয় টেস্টেও ডি ককের ব্যাট থেকে এসেছে ১০৪ রানের দারুণ ইনিংস।
এ বছর ডি কক এখন পর্যন্ত করেছেন ৫৪০ রান। গড় রান প্রায় ৮০। যা এ বছর কোনো ব্যাটসম্যানের সবচেয়ে ভালো ব্যাটিং গড়। এখানেই শেষ নয়, দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টানা পাঁচটি ম্যাচে অর্ধশতক করার কীর্তিও গড়েছেন ডি কক।
তাইতো দক্ষিণ আফ্রিকার তরুণ এই ব্যাটসম্যানের মধ্যে অনেকেই খুঁজে পাচ্ছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের ছায়া। তবে নিজেকে এখনো গিলক্রিস্টের পাশে বসাতে চাচ্ছেন না ডি কক। খেলার ধরনে অনেক মিল থাকলেও নিজেকে আলাদা ভাবতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এই প্রোটিয়া ক্রিকেটার। ডি ককের আক্রমণাত্মক ব্যাটিং দেখে স্টিভ ওয়াহ, রিকি পন্টিংদের মতো সাবেক তারকাদের মনে পড়ে গেছে গিলক্রিস্টের কথা।
তবে ডি কক অবশ্য নিজেকে মেলাতে চাইছেন না গিলক্রিস্টের সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি তাঁর (গিলক্রিস্ট) মতো খেলার চেষ্টা করি না, এটাই আমার খেলার ধরন। আমি তার মতো হতে চাই না, আমি শুধু বলটা দেখি আর বলের ধরন অনুযায়ী খেলতে চেষ্টা করি। এটা সন্দেহাতীতভাবে আমার খেলার নিজস্ব পরিকল্পনা। আর এভাবে খেলতেই আমি পছন্দ করি।’
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-১০