আগের চার ম্যাচেই জয়হীন আর্জেন্টিনা। শঙ্কায় পড়েছিল রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া। অবশেষে মেসির ম্যাজিকে জয়ে ফিরেছে আর্জেন্টিনা।
বুধবার বিশ্বকাপ বাছাইয়ে চলতি বছরের শেষ ম্যাচে মেসি, লুকাস প্রাতো আর ডি মারিয়ার গোলে কলম্বিয়াকে ৩-০ গোলের বড় ব্যবধানের হারিয়েছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। নিজে একটি গোল করার পাশাপাশি বাকি দুইটি গোলেরও নেপথ্যে নায়ক বার্সা তারকা।
এদিন, ঘরের মাঠে ম্যাচের দশম মিনিটেই আর্জেন্টিনাকে লিড পাইয়ে দেন মেসি। ফুটবলের খুদে এই জাদুকরের ২৫ গজ দূর থেকে করা অসাধারণ গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৩ মিনিটের মাথায় আবারো জ্বলে উঠেন বার্সা তারকা মেসি। হিগুয়েইনকে বসিয়ে রেখে আর্জেন্টাইন কোচ বাউজা মাঠে নামিয়েছিলেন প্রাতোকে। আর মেসির বাড়ানো ক্রস থেকে হেড করে দলকে ২-০ এগিয়ে দেন প্রাতো।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টাইনরা। বিরতির পর দীর্ঘ সময় তাদের গোলবঞ্চিত রাখে আতিথ্য নেওয়া কলম্বিয়া। ম্যাচের ৬৩ মিনিটের মাথায় এভার বানেগাকে তুলে নিয়ে বাউজা মাঠে নামান এনজো পেরেজকে। ৬৮ মিনিটের ডি মারিয়ার নেওয়া ফ্রি-কিক গোলবারের পাশ দিয়ে বেরিয়ে যায়। ৭৯ মিনিটে দ্বিতীয় গোলদাতা প্রাতোর বদলি হিসেবে নামেন হিগুয়েইন।
খেলার ৮৪ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা। এবারও সেই মেসি ঝলক। বার্সা তারকার বানিয়ে দেওয়া বলে গোল করে জয় নিশ্চিত করেন ডি মারিয়া।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৬/মাহবুব