ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দল। মঙ্গলবার রাঁচিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে দুই দলই ১৪৭ রান করলে খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। পরে ফল নির্ধারণীর জন্য খেলা সুপার ওভারে নিয়ে যাওয়া হয়। এতে ভারতের ব্যাটসম্যানরা চার রান করে। জবাবে প্রথম বলেই ছয় হাঁকিয়ে বাংলাদেশ দল ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে।
বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিকালি চ্যালেঞ্জড এর সভাপতি অধ্যাপক শেখ আবদুস সালাম এ তথ্য জানান।
তিন ম্যাচের এ সিরিজ ১৩ নভেম্বর শুরু হয়। আগের দুই ম্যাচে দুই দলই একবার করে বিজয়ী হয়েছিল।
বিডি প্রতিদিন/ ১৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১১