ক্রাইস্টচার্চ টেস্টে বৃষ্টির কবলে পড়ে নিউজিল্যান্ড-পাকিস্তান প্রথম টেস্টের প্রথম দিনে একটি বলও মাঠে গড়ায়নি। এমনকি বৃষ্টির কারণে টসও করতে পারেননি দুই অধিনায়ক। টেস্ট ম্যাচটি তাই কার্যত নেমে এসেছে চার দিনে। পরের চার দিনই খেলা শুরু হবে আধঘণ্টা আগে।
লাঞ্চের নির্ধারিত সময়ের আগে খানিকটা সময়ের জন্য ছুট দিয়েছিল বৃষ্টি। তখন গা গরমের জন্য ফুটবল খেলে পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু আবার অঝোর বর্ষণ।
শঙ্কা আছে দ্বিতীয় দিনের খেলা নিয়েও। বৃষ্টির পূর্বাভাস আছে এ দিনও। টেস্টের আগে নেলসনে পাকিস্তানের তিন দিনের প্রস্তুতি ম্যাচটিও পুরোপুরি ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
বিডি প্রতিদিন/ ১৭ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১২