কিউইদের বিপক্ষে পাকিস্তানের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হওয়ার কথা ছিল আজ। আর এই ম্যাচ দিয়ে ৫০ টেস্টে অধিনায়কত্ব করার মাইলফলক স্পর্শ করতেন পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক। কিন্তু নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বৃষ্টির বাগড়ায় মাঠে নামার সুযোগ হয়নি। এমনকি হয়নি টসও। আবহাওয়ার পূর্বাভাস যা বলছে, তাতে কালও মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।
২০১০ সালে টেস্ট দলের অধিনায়কত্ব পান মিসবাহ। মাঝের এই সময়ে সময়ে সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তান দুর্বল হয়ে পড়লেও টেস্টে হয়ে উঠে অপ্রতিরোধ্য। সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ধারাবাহিক সফলতাও এনে দিয়েছেন মিসবাহ। যার কারণে ৪২ বছরের বয়েসেও মিসবাহকে টেস্টে এক নম্বর পছন্দ পাকিস্তানিদের।
সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে দারুণ টেস্ট সিরিজ খেলে পাকিস্তান আইসিসি টেস্টের ১ নম্বরে উঠে যায়। পুরস্কার হিসেবে মিসবাহের হাতে ওঠে আইসিসি টেস্ট ‘দণ্ড’। পরের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়েছে মিসবাহর দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্ট চলাকালিন সময়ে অধিনায়ক হিসেবে নিজের ৪৯তম টেস্ট ম্যাচ খেলেন মিসবাহ। ছাড়িয়ে যান সর্বকালের সেরা অলরাউন্ডার ইমরান খানকে।
মিসবাহর অধীনে সর্বোচ্চ ২৪টি ম্যাচ জিতেছে পাকিস্তান। ৪৯ টেস্ট ম্যাচের মধ্যে ১১টি ড্র এবং বাকি ১৪টি হার। যেখানে ইমরান খান ও জাভেদ মিয়াদাদ পাকিস্তানকে টেস্ট জিতিয়েছেন ১৪টি করে। এছাড়া ওয়াসিম আকরাম ও ইনজামাম উল হকের হাত ধরে পাকিস্তান টেস্ট জিতেছে ১২ ও ১১টি।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/মাহবুব