বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরের ১৪তম ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। চট্টগ্রাম পর্বের খেলায় প্রথম দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হচ্ছে।
একই মাঠে দিনের অপর ম্যাচে মুশফিকুর রহিমের বরিশাল বুলসের মুখোমুখি হবে নাঈম ইসলামের রংপুর রাইডার্স।
চট্টগ্রাম পর্ব থেকে ম্যাচের সময় এগিয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে প্রথম ম্যাচটি শুরু হতো দুপুর দু’টায়, এখন এক ঘণ্টা এগিয়ে করা হয়েছে একটায়। ফলে ঘরের মাঠে ঢাকার বিপক্ষে দুপুর একটায় নামবে তামিম-আনামুল-তাসকিনরা।
সন্ধ্যার ম্যাচটি অবশ্য এগিয়ে দেওয়া হয়েছে সোয়া এক ঘণ্টা। ফলে সাতটার ম্যাচটি অনুষ্ঠিত হবে পৌনে ছয়টায়। যেখানে এ সময় মুখোমুখি হবে বরিশাল ও রংপুর।
ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস। চার ম্যাচে তিন জয় ও এক হারে সবার ওপরে রয়েছে দলটি। তবে এ ম্যাচে লড়তে যাওয়া চিটাগংয়ে অবস্থা পুরো বিপরীত। চার ম্যাচে এক জয়ের বিপরীতে দলটি হেরেছে তিনটিতে। সাত দলের মধ্যে তাদের অবস্থান ষষ্ঠ।
ভালো অবস্থানে আছে বরিশালও। সামান চার ম্যাচে তিন জয় ও এক হারে তারা রয়েছে দ্বিতীয়তে। কিন্তু রংপুর রাইডার্স খেলেছে তিনটি ম্যাচে। যেখানে দুই জয় ও এক হারে তাদের অবস্থান চতুর্থ।
বিডি প্রতিদিন/ ১৭ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৪