একের পর এক সুন্দরীদের প্রেমের জালে জড়িয়েছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। কখনো মডেল, কখনো অভিনেত্রী, কখনো বা গায়িকা। রোনালদোর পৌরুষদিপ্ত রূপে পাগল হয়ে ছুটে গেছেন অসংখ্য তরুণী। নিজেকে সপে দিয়েছে তার বাহুডোরে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালে এ তারকা পেয়েছিলেন 'লেডি কিলার' তকমা। ২০০৯ সালে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর ব্যস্ততার কারণে প্রেমে কিছুটা ভাটা পড়ে। হয়ত নিজেই চাইছিলেন ইমেজ পরিবর্তনের। রাশিয়ার মডেল ইরিনা শায়েকের সঙ্গে দীর্ঘদিন ছিলেন একই ছাদের নিচে। তখন নারীঘটিত ঘটনা কম শোনা যেত। ২০১৫ সালের জানুয়ারিতে ইরিনার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় পর্তুগিজ এ উইঙ্গারের। এরপর কিছুদিন একটু বিরাম নিয়েছিলেন। তবে সেটা বেশিদিন স্থায়ী হয়নি। এরই মধ্যে বেশ কয়েকজন নারীর সঙ্গে তাকে একান্তে দেখা গেছে। খবরের শিরোনাম হয়েছে ওই নারীর নাম ও পরিচয়।
বছরের শুরুর দিকে রোনালদোর নাম জড়ায় মডেল পাউলো সুয়ারেজের সঙ্গে। কলম্বিয়ার এ মডেল সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর সঙ্গে তার তোলা কিছু অন্তরঙ্গ ছবি প্রকাশ করে দেন। দাবি করেন- রোনালদোর সঙ্গে তার কিছু চলছে। এর কিছুদিন বাদে রোনালদোর নামের সঙ্গে জড়ায় সাবেক মিস স্পেন করদেরো ফেরারের। তাদের নিয়ে মিডিয়ায় বেশ কয়েকবার খবর প্রকাশিত হয়। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই রোনালদোর নতুন প্রেমিকার খবর জানা গেল।
গত মঙ্গলবার পর্তুগালের স্পোর্টিং লিসবনের বিপক্ষে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ খেলতে যান রোনালদো। সেখান থেকে স্পেনে না ফিরে তিনি যান ফ্রান্সে। রাজধানী প্যারিসের ডিজনিল্যান্ডে সময় কাটান রিয়াল মাদ্রিদের এ তারকা। আর সেখানেই তাকে দেখা গেলো নতুন সঙ্গীর সঙ্গে।
যদিও এবার বেশ সতর্ক ছিলেন রোনালদো। নিজেকে লুকাতে পুরো শরীর শীতের কাপড় দিয়ে ঠেকে রেখেছিলেন। মাথায় দেন বেসবল ক্যাপ। তারপর সেটা ঢেকে ফেলেন হুডি দিয়ে। এমন ছদ্মবেশ নিয়ে ঘুরতে থাকেন নতুন প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে। একে অন্যের হাত ধরে সবার সামনে হাঁটেন। বেশ কয়েকবার রোনালদোর বাহুডোরে দেখা যায় জর্জিনাকে। এমন কি প্রকাশ্যে একে অন্যকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট রাখেন। কিন্তু, যতো কৌশলই নিক না কেন, পাপারাজ্জিদের ক্যামেরার লেন্সকে ফাঁকি দিতে পারেননি পর্তুগিজ তারকা।
ছবি উঠে যায় সংবাদপত্রের পাতায়। ছবিগুলো প্রকাশ হওয়ার পর বৃটিশ ট্যাবলয়েড ও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। জর্জিনার পরিচয় জানার জন্য হুমড়ি খেয়ে পড়ে সবাই। পরে জানা যায়, স্পেনের মেয়ে জর্জিনা। মাদ্রিদের বিখ্যাত ব্র্যান্ড গুচি স্টোরের সঙ্গে তার পেশাদারি সম্পর্ক। ডসলি অ্যান্ড গ্যাবানার সঙ্গেও তার সম্পর্ক আছে। আর এই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে গিয়েই নাকি তার সঙ্গে রোনালদোর পরিচয় হয়। এরপর জার্জিনাকে বেশ কয়েকবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখতে দেখা গেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ