সানিয়া মির্জার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়রানির শিকার হতে হলো ভারতের আরেক ব্যাডমিন্টন তারকাকে। তার নাম জাওয়ালা গুট্টা। গত ১৭ নভেম্বর অঞ্জুল ভান্ডারির ডিজাইন করা লেহেঙ্গা পরে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে। সেই ছবি দেখে প্রমোদ রাজ নামে এক ভক্ত লিখেছেন, কে আপনি? পর্ন স্টার? ফিল্ম স্টার? নাকি স্পোর্টস স্টার? আপনি কে বলুন তো? কী চান আপনি?
দেশকে পদক, ট্রফি এনে দেওয়া জ্বাওয়ালা গুট্টা ফেসবুকের কল্যাণে হয়ে গেলেন ‘পর্ন স্টার’! প্রতিক্রিয়ায় জ্বাওয়ালা লিখেছেন, এইসব লোক আমাকে কী মনে করে? আমার সাজপোশাক অন্যরকম হতে পারে। তার মানে এই নয় যে, আমি সস্তা হয়ে গেছি।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/ফারজানা