এএইচএফ কাপ হকির ফাইনালে উঠে গেছে টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। শেষ চারের ম্যাচে জিমি-আশরাফুলরা সিঙ্গাপুরকে ৮-০ ব্যবধানে বিধ্বস্ত করে তৃতীয় শিরোপা জয়ের আরও কাছাকাছি পৌঁছেছে।
২০০৮ প্রথম এএইচএফ কাপ জেতা বাংলাদেশ ২০১২ সালে মুকুট ধরে রেখেছিল।
হংকংয়ের কিংস পার্ক হকি গ্রাউন্ডে শনিবার প্রথম গোল পেতে ২৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। মিলন হোসেনের ফিল্ড গোলে বাঁধ ভাঙার পর একের পর এক গোল পেতে থাকেন চয়ন-আশরাফুলরা। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোমান সরকার।
দ্বিতীয়ার্ধে জিমিদের সামনে দাঁড়াতেই পারেনি পুল ‘বি’র রানার্সআপ হয়ে শেষ চারে উঠে আসা সিঙ্গাপুর। ৩৭তম মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ব্যবধান ৩-০ করার পর পেনাল্টি কর্নার স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন ব্যবধান আরও বাড়ান।
৫০তম মিনিটে পুস্কর খিসা মিমো ও পাঁচ মিনিট পর কৃষ্ণ কুমার দাস লক্ষ্যভেদ করলে বড় জয়ের পথে ছুটতে থাকে পুল ‘এ’র চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠা বাংলাদেশ।
ম্যাকাওয়ের জালে হ্যাটট্রিক করা আশরাফুল ইসলাম সিঙ্গাপুরের বিপক্ষে গোলের দেখা পান শেষ দিকে। ৬৬ থেকে ৬৯, এই তিন মিনিটে দুটি পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করে দলের বড় ব্যবধানের জয় নিশ্চিত করেন এই ডিফেন্ডার।
বিডি প্রতিদিন/ ২৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৪