ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের আয়োজনে প্রথমবারের মতো ‘জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ’ সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগামী ১০ ডিসেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য চলতি বছরের ৬ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক গণমাধ্যম থেকে দল গঠনের আহ্বান জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। প্রত্যেক দলে ৬ জন খেলোয়াড়, দুইজন অতিরিক্ত খেলোয়াড়, একজন ম্যানেজার ও একজন কোচসহ মোট ১০ জনের নামের তালিকা জমা দিতে হবে।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় থাকছে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম। পৃষ্ঠপোষকতায় থাকছে কোমল পানীয় ব্রেভার। কো-স্পন্সর হিসেবে থাকছে বিস্ক ক্লাব।
প্রসঙ্গত, টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রত্যেক খেলোয়াড়কে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য হতে হবে। তবে কোনো হাউস চাইলে সাব-এডিটরের পাশাপাশি দুইজন প্রতিবেদক খেলায় অংশ নিতে পারবেন।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব