গোপালগঞ্জে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে রবিবারের খেলায় শুরুতেই ব্রাদার্স ইউনিয়ন ২ গোল করে এগিয়ে যায়। পিছিয়ে পড়েও শফিকুল ইসলাম মানিকের ছেলেরা দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ঘুরে দাঁড়ায়। পরে একের পর এক আক্রমণ ৭৮ মিনিটে ব্রাদার্সের গোলে দ্বিতীয়বার বল ঢুকিয়ে সমতায় ফেলে শেখ রাসেল। খেলার পুরো সময় জুড়ে দু’দল অ্যাটাকিং ফুটবল উপহার দেয়।
এদিন খেলার ৩২ মিনিটে ব্রাদার্স ইউনিয়নের হাইতি ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালস মাঝ মাঠ থেকে বাড়ানো বল একক কৃতিত্বে শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লবকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া ব্রাদার্স। বিরতির আবারও অগাস্টিনের দ্বিতীয় গোলের ব্যবধান দ্বিগুণ করেন।
এরপর খেলার ৬১ মিনিটে ব্রাদার্সের ডি বক্সে শেখ রাসেলের নাসিরুল ইসলাম নাসিরকে ফাউল করলেও গোল পরিশোধের সুযোগ পায় শেখ রাসেল। পেনাল্টি থেকে গোল করে শেখ রাসেলকে এগিয়ে দেন মিন্টু শেখ। এর ১৫ মিনিট পর শেখ রাসেলের নাসিরুল ইসলাম নাসিরের ক্রস থেকে দর্শনীয় হেডে গোল করে খেলায় সমতা আনেন ক্যামেরুনের ফরোয়ার্ড জিয়ান জে ইকাগা। ম্যাচের বাকি সময়ে আক্রমণ পাল্টা আক্রমণ চালালেও কোনো দলই আর গোলের দেখা পায়নি।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব