নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট সরিয়ে আইসিসি ওয়ানডে বোলিং র্যাংকিং-এ শীর্ষে উঠলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির।
শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১০ উইকেট নিয়ে রেটিং বাড়িয়ে শীর্ষস্থান দখলে নেন তিনি। বর্তমানে তার রেটিং ৭৬১। ওয়ানডের মত টি-টোয়েন্টি র্যাংকি-এরও শীর্ষস্থান দখলে নিয়েছেন তাহির।
ওয়ানডেতে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া বোল্টের রেটিং ৭৫৭। ৭১১ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন।
শীর্ষ দশ-এ বাংলাদেশের মধ্যে একমাত্র রয়েছেন সাকিব আল হাসান। ৬৪৩ রেটিং নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে রয়েছেন তিনি।
আইসিসি ওয়ানডে বোলিং র্যাংকিং :
র্যাংকিং খেলোয়াড় রেটিং
১. ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ৭৬১
২ ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) ৭৫৭
৩ সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ) ৭১১
৪ মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ৭০০
৫ জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) ৬৮৪
৬ সাকিব আল হাসান (বাংলাদেশ) ৬৪৩
৭ ম্যাট হেনরি (নিউজিল্যান্ড) ৬৩৫
৭ কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ৬৩৫
৯ আদিল রশিদ (ইংল্যান্ড) ৬২৮
১০ মোহাম্মদ নবী (আফগানিস্তান) ৬১৯
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম