কোয়ার্টার ফাইনালের ম্যাচে খেলার জন্য কোর্টেই নামতে হয়নি সুইস তারকা রজার ফেদেরারকে। শুক্রবার নাম প্রত্যাহার করে নিয়েছেন প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার নিক কিরগিওস।
শীর্ষ খেলোয়াড়দের তালিকায় দুই নম্বরে থাকা নোভাক জোকোভিচকে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় করেছিলেন নিক কিরগিওস। কিন্তু খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়ায় নিক এক বিবৃতিতে কোয়াটার ফাইনাল থেকে নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দেন। ফলে কোর্টে না নেমেই দুবাই ওপেনের সেমিফাইনালে খেলবেন রজার ফেদেরার।
শেষ চারের লড়াইয়ে তার প্রতিপক্ষ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাক সক। জাপানের কেই নিশিকোরি হারিয়ে সেমিফাইনালে উঠেছেন মার্কিন এ টেনিস তারকা।
বিডি প্রতিদিন/১৮ মার্চ, ২০১৭/ফারজানা