চলতি বছর বর্তমানে টেস্টে রানের দিক দিয়ে সবার উপরে আছে বিশ্ব সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আরেক টাইগার ব্যাটসম্যান। তিনি হলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
কলম্বোয় চলতি টেস্টসহ সাকিব এখন পর্যন্ত পাঁচ টেস্টের নয় ইনিংসে ৫৯.৪৪ গড়ে ৫৩৫ রান করেছেন । এরমধ্যে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে। তালিকায় দুইয়ে থাকা মুশফিকুর রহিম গত জানুয়ারি থেকে চার টেস্টের সাত ইনিংসে দুটি শতক ও দুটি অর্ধশতকে ৮২.১৬ গড়ে ৪৯৩ রান করেছেন।
তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার ডিন এলগার। চার টেস্টে ৬৬.৫৭ গড়ে দুটি শতক ও দুটি অর্ধশতকে তার সংগ্রহ ৪৬৬ রান। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের অবস্থান চারে। চার টেস্টের সাত ইনিংসে ৭২.১৬ গড়ে ৪৩৩ রান করেছেন স্মিথ।
পঞ্চম স্থানে আছেন ভারতের চেতেশ্বর পূজারা। চার টেস্টে ৮২.৬০ গড়ে একটি শতক ও তিনটি অর্ধশতকে তার সংগ্রহ ৪১৩ রান।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯