আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা কোনামি নামক একটি ভিডিও গেম ডেভলপার কম্পানি বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন।
তার অনুমতি ছাড়া ছবি ব্যবহার করাটাই হলো তার এই রাগের কারণ। কোনামি অবশ্য সাবেক বার্সা তারকার এই অভিযোগ মানতে মোটেও রাজি নয়।
প্রতিষ্ঠানটির দাবি, সব নিয়ম কানুন মেনেই ম্যারাডোনার ছবি ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে আগামী ৩ বছর পর্যন্ত বার্সেলোনার সঙ্গে তাদের চুক্তি আছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি এই সময়ের মধ্যে বার্সা খেলোয়াড়দের ছবি ব্যবহার করতে পারবে।
কিন্তু ম্যারাডোনা বলেছেন, কোনামি এখন বলে বেড়াচ্ছে যে, বার্সেলোনা তাদের আমার ছবি ব্যবহার করার অধিকার দিয়েছে। কিন্তু বার্সেলোনা আর্জেন্টিনা জাতীয় দলের ওপর কীভাবে প্রভাব খাটাতে পারে? কোনামি এটা কোনোভাবেই করতে পারে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার