দশম আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট লায়ন্সসের বিপক্ষে বড় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এজন্য ম্যাচ শেষে ক্রিকেটারদের খুশি রাখতে ডিনার পার্টির আয়োজন করেন কেকেআর মালিক শাহরুখ খান। তিনি ক্রিকেটারদের নাকি বার্তা দিয়ে রেখেছেন, ম্যাচ জিতলেই তিনি হাজির হয়ে যাবেন পার্টি করতে।
আজ রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা। যে ম্যাচকে বরাবর মর্যাদার দ্বৈরথ মনে করে এসেছেন বাজিগর। ওয়াংখেড়েতে জিতলেই পার্টি আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন শাহরুখ। পঞ্জাবে নিজের নতুন সিনেমার শুটিংয়ের কাজ ফেলে রেখেও উড়ে আসতে পারেন তিনি। শনিবার বিকালে রাজকোট থেকে মুম্বাইয়ে পৌঁছন ক্রিকেটারেরা।
কেকেআরের টুইটারে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, ‘‘দল ভাল করলে আমি খুব খুশি হই। ভাল না করলেও খুশি হই।কারণ দলকে খুশি রাখাটা আমার দায়িত্ব। আমাদের শুরুটা খুব ভাল হয়েছে।’’
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৭/মাহবুব