নাম গম্ভীর, কাজে কর্মেও তেমনটাই। ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের কথাই বলা হচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দুই বার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন। এবারও গুজরাট লায়ন্সকে ১০ উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে দল। অথচ গম্ভীরকে দেখলে সেটা মনেই হয় না। তিনি অবশ্য বরাবরই এরকম। মাঠে আগ্রাসন দেখালেও মাঠের বাইরে গম্ভীর ভাবলেশহীন থাকতে পছন্দ করেন।
গম্ভীর হলেন ধীর-স্থির, শান্ত-সৌম্য চরিত্রের একজন মানুষ। আইপিএল দলকে চ্যাম্পিয়ন করেও পার্টি বা অন্য অনুষ্ঠানে গম্ভীরকে নাচানাচি করতে দেখা যায়নি। পার্টিতে গেলেও তিনি নিজের মতোই থাকেন। গম্ভীরকে কেউই নাচাতে পারেননি। এমনকী স্বয়ং শাহরুখ খানও নন। গম্ভীরের স্ত্রী নাতাশাও বহুবার তাকে নাচার অনুরোধ করে ব্যর্থ।
তবে সম্প্রতি উদ্বিগ্ন হয়ে পড়েছেন গম্ভীর। তার ধারনা, স্ত্রী নাতাশার হাতে খুন হতে পারেন তিনি। কারণ সম্প্রতি একটি বিজ্ঞাপনের জন্য নাচতে হয়েছে তাকে! গম্ভীর বলেন, শালার বিয়েতেও নাচিনি বলে নাতাশা আমাকে ক্রিমিনাল বলেছে। এবার একটা স্পনসর শ্যুটের জন্য নাচতে হয়েছে। এটা শুনলেই নাতাশা আমাকে মেরে ফেলবে!
বিডি প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৭/ফারজানা