বাংলাদেশ সফর নিয়ে এখনও নিজেদের অবস্থান পরিষ্কার করেনি অজিরা। আর এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রস্তাবিত সূচি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ঠিক থাকলে আগামী আগস্ট-সেপ্টেম্বরে ঈদুল আজহার আগে-পরে মাঠে গড়াবে বহুল প্রতিক্ষীত এই সিরিজটি।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর বলেন, ‘আমরা সিরিজের প্রস্তাবিত সূচি অস্ট্রেলিয়াকে পাঠিয়েছে। সে অনুযায়ী, পবিত্র ঈদুল আজহার আগে-পরে দু’টি টেস্ট অনুষ্ঠিত হবে। আমরা সিএ’র সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। তাদের জবাবের অপেক্ষায় আছি। প্রতিক্রিয়া পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে, সম্প্রতি নতুন করে টালবাহানা শুরু করে সিএ। টেস্টের পরিবর্তে অজিদের ওয়ানডে সিরিজ খেলার আগ্রহে সিরিজ নিয়ে নতুন করে শঙ্কা জাগে! অবশ্য তাদের প্রস্তাবটি এখন পর্যন্ত মেনে নেয়নি বিসিবি।
এর আগে, নিরাপত্তা শঙ্কার অজুহাত দেখিয়ে ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি অফিসিয়ালি স্থগিত করেছিল সিএ। এমনকি গত বছরের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি তারা।
আগামী নভেম্বরে ভারতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। এর প্রস্তুতির জন্যই তারা বাংলাদেশের বিপক্ষে আগস্ট-সেপ্টেম্বরে টেস্ট না খেলে অক্টোবরে ওয়ানডে সিরিজ খেলতে চায়।