চ্যাম্পিয়নস ট্রফিতে টাইগার দলে জায়গা পেতে মুখিয়ে আছেন পেসার রুবেল হোসেন। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করে আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেকে মেলে ধরতে চান তিনি। গত মৌসুমের ধারাবাহিকতায় এই মৌসুমেও প্রাইম ব্যাংকের হয়ে খেলা রুবেল চাইছেন লিগে ম্যাচ বাই ম্যাচ জিততে।
রোববার (৯ এপ্রিল) মিরপুর ক্রিকেট একাডেমিতে তিনি বলেন, ‘আমি গত মৌসুমেও প্রাইম ব্যাংকে খেলেছি। এবারের লক্ষ্য ভালো খেলা, ম্যাচ বাই ম্যাচ খেলে উইন করা। ব্যক্তিগতভাবে আমার জন্য এই লিগে ভালো খেলা দরকার। কারণ সামনে চ্যাম্পিয়নস ট্রফি আছে। ভালো করলে আমার জন্যই ভালো হবে।’
সদ্যসমাপ্ত শ্রীলঙ্কা সফরে টাইগার স্কোয়াডে রুবেল ছিলেন। কিন্তু টিম কম্বিনেশনের জন্য একটি ম্যাচেও তার খেলা হয়নি। এ ব্যাপারে রুবেল জানান, ‘শ্রীলঙ্কা সিরিজ খেলতে পারিনি টিম কম্বিনেশনের কারণে। অনেক হতাশা কাজ করে। তারপরও আমি এসব মানিয়ে নিচ্ছি, সুযোগ এখন আসছে না। একসময় সুযোগ আসবে। যখন সুযোগ আসবে কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করবো।’
জাতীয় দলে ধারাবাহিকভাবে খেলার উপর গুরুত্বারোপ করে রুবেল আরও যোগ করেন, ‘আসলে ধারাবাহিকভাবে ম্যাচ খেলা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। কারণ একজন প্লেয়ার যখন টানা ম্যাচ খেলে তখন আত্মবিশ্বাস অন্য লেভেলে চলে যায়। আপনি যখনই ধারাবাহিকভাবে খেলবেন না, নিজের কাছে দ্বিধাগ্রস্থ থাকবেন। এটাও অবশ্য ভালো দিক। একটা চ্যালেঞ্জ থাকে যে প্রত্যেকটা ম্যাচই আমাকে ভালো খেলতে হবে।’