আইপিএল শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনিকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল রাইজিং পুণে সুপারজায়ান্ট। যা মোটেই মেনে নিতে পারেননি ধোনি ভক্তরা। সেই রেশ কাটতে না কাটতে এবার টুইটারে ধোনি বিরোধী মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন পুণের মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভাই হর্ষ গোয়েঙ্কা।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের পর হর্ষ টুইট করে লিখেছিলেন, ‘স্মিথ প্রমাণ করল জঙ্গলের রাজা কে? ধোনিকে পুরোপুরি ছাপিয়ে গেল। অধিনায়কোচিত ইনিংস। স্মিথকে অধিনায়কের দায়িত্ব দেওয়াটা সেরা সিদ্ধান্ত ছিল।’
এরপরই একের পর এক পাল্টা টুইট আসতে থাকে ধোনি ভক্তদের কাছ থেকে। সমালোচনায় জর্জরিত হয়ে হর্ষ টুইটটি মুছে দেন। পরিবর্তে তিনি লেখেন, ‘ভক্তরা ঠিকই বলছেন। ধোনি বড় ব্যাটসম্যান। তবে দিনটা স্মিথের ছিল।’
এখানেই থেকে থাকলো না ব্যাপারটা। শনিবার পাঞ্জাবের কাছে পুণে হেরে যাওয়ার পর হর্ষ গোয়েঙ্কা টুইটারে বলেছেন, ‘মনোজ তেওয়ারি, রাহানে, ক্রিশ্চিয়ানের স্ট্রাইক রেট সবচেয়ে ভাল’। ম্যাচে ধোনি রান পাননি। কিন্তু তাঁর স্ট্রাইক রেট ৭৩.৯১। স্ট্রাইক রেটে ক্রিশ্চিয়ান ধোনির পরে রয়েছেন।
দশম আইপিএলের প্রথম দুটি ম্যাচে রান পাননি ধোনি। তাই হর্ষ গোয়েঙ্কা ধোনির পিছনে লেগেছেন। একটা বড় রানই মাহির হয়ে জবাব দিয়ে দেবে।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৭/মাহবুব