আগামী ১২ এপ্রিল শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল। এরপর আগামী জুনে ইংল্যান্ডের মাটিতে রয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এই দুই টুর্নামেন্টের মধ্যে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে তৃতীয় দল হিসেবে অংশ নেবে নিউজিল্যান্ড।
ইতোমধ্যেই ত্রিদেশীয় সিরিজের সূচি ঠিক করে ফেলেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ মে স্বাগাতিক আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচের ভেন্যু রাজধানী শহর ডাবলিন। আর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে।
দেখে নেওয়া যাক ত্রিদেশীয় সিরিজের সূচি:
১২ মে: বাংলাদেশ-আয়ারল্যান্ড
১৪ মে: আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড
১৭ মে: বাংলাদেশ-নিউজিল্যান্ড
১৯ মে: বাংলাদেশ-আয়ারল্যান্ড
২১ মে: আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড
২৪ মে: বাংলাদেশ-নিউজিল্যান্ড
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৭/মাহবুব