সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ দল। আর এজন্য নিজেদের ঝালিয়ে নিতে ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করবে বাংলাদেশ দল। এজন্য আগামী ২৬ এপ্রিল দেশ ছাড়ার কথা টাইগারদের। কিন্তু আইপিএল-এ খেলার কারণে দলের সঙ্গে ইংল্যান্ডে যাচ্ছেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইপিএলে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ এবং সাকিবের কলকাতা নাইট রাইডার্স।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, আইপিএল খেলার জন্য আগামী ৩ মে পর্যন্ত অনাপত্তিপত্র নিয়েছেন সাকিব। মুস্তাফিজ চাইলে একই সময় পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হবে। এরপরও ক্যাম্পে থাকলে ভালো হত। তবে ওরা দুজন খেলার মধ্যেই থাকবে, তাই ক্যাম্পে থাকা খুব জরুরিও নয়।
উল্লেখ্য, ইংল্যান্ডে ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল। এরপর ১২ মে আয়ারল্যন্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে টাইগারদের। টুর্নামেন্টের অপর দলটি নিউজিল্যান্ড।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৭/মাহবুব