টি-টোয়েন্টির শীর্ষ দশ অলরাউন্ডারের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেরা দশের শীর্ষে থাকা সাকিব আল হাসানের পাশাপাশি এবার তালিকায় যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ দলের এই ব্যাটিং অলরাউন্ডারের অবস্থান নয় নম্বরে।
সম্প্রতি শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ ড্র করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাট হাতে ৩১ রানের ইনিংস খেলেন রিয়াদ। পরের ম্যাচে ছিলেন ৪ রানে অপরাজিত। তবে বল হাতে ২ ওভার বল করে খরচ করেছেন ১৫ রান, নিয়েছেন একটি উইকেট। সবমিলিয়ে র্যাংকিংয়ের নতুন পরিসংখ্যানে উন্নতি হয়েছে রিয়াদের।
অন্যদিকে, এই তালিকার শীর্ষে রয়েছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এই মুহূর্তে ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষ অবস্থানে তিনি। টি-টোয়েন্টিতে তার পয়েন্ট ৩৫৩। রিয়াদের পয়েন্ট ২০৩। আট নম্বরে রয়েছেন ভারতীয় হার্ডহিটার যুবরাজ সিং, দশে নেদারল্যান্ডসের পিটার বোরেন।
টি-টোয়েন্টিতে সেরা অলরাউন্ডারের তালিকা:
সাকিব আল হাসান (বাংলাদেশ), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মোহাম্মদ নবি (আফগানিস্তান), মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), জেপি ডুমিনি (দক্ষণ আফ্রিকা), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), যুবরাজ সিং (ভারত), মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ) এবং পিটার বোরেন (নেদারল্যান্ডস)।