পাকিস্তানের বাবর আযম ওয়ানডে ক্রিকেটে দ্রুততম এক হাজার রান করার রেকর্ড গড়েছিলেন আগেই। সোমবার আরেক রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ২৫ ইনিংসে ব্যাট করে সর্বোচ্চ রানের মালিক এখন বাবর। তার মোট রান এখন ১৩০৬। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩২ বল খেলে ১২৫ রানের অপরাজিত ইনিংস গড়েন। এই ইনিংস খেলার পথে বাবর পেছনে ফেলেছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রটকে।
জোনাথন ট্রট তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ২৫ ইনিংসে করেছিলেন ১২৮০ রান। বাবর একই ম্যাচে পেছনে ফেলেছেন প্রথম ২৫ ইনিংসে ১২১১ রান করা ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসকেও। এর আগে ২১ ইনিংসে ব্যাট করে দ্রুততম ১০০০ রান করার কৃতিত্ব দেখিয়েছেন তরুণ এই ডানহাতি ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৪ রানের জয় তুলে নিয়েছে পাকিস্তান। বাবর আযমের ১২৫ রানের অপরাজিত সেঞ্চুরিতে ২৮২ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ও ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেওয়ার পথে ২২ বছর বয়সী বাবর চার মেরেছেন সাতটি ও ছয় মেরেছেন তিনটি। আর এতেই তিনি নাম লেখালেন রেকর্ড বইয়ের পাতায়।