আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের দলপতি রোহিত শর্মাকে তিরস্কার করেছে আইপিএল গভর্নিংবডি। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করায় তাকে তিরস্কৃত করা হয়।
চলমান আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতার ছুঁড়ে দেওয়া ১৭৯ রানের টার্গেটে চার নম্বরে ব্যাট হাতে নামেন রোহিত শর্মা। মু্ম্বাইয়ের দলপতি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। দশম ওভারে কলকাতার ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইনের বলে এলবির শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। বিদায় নেওয়ার আগে ৬ বলে মাত্র ২ রান করেন রোহিত শর্মা।
মাঠের আম্পায়ার সিকে নন্দনের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন রোহিত শর্মা। ফলে, আইপিএলের কোড অব কন্ডাক্টের লেভেল ১ অনুযায়ী অভিযুক্ত হন রোহিত শর্মা। শৃঙ্খলা ভঙ্গ হয় এমন আচরণের জন্য রোহিত শর্মাকে তিরস্কার করেছেন ম্যাচ রেফারি সুনীল চাতুরভেদি। এ ব্যাপারে আইপিএল গভর্নিংবডি এক বিবৃতিতে জানায়, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের দলপতি রোহিত শর্মা খেলোয়াড় ও টিম অফিসিয়ালদের জন্য আইপিএলের কোড অব কন্ড্রাক্টের লেভেল ১ এর ২.১.৫ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন।’
উল্লেখ্য, এর আগে রাইজিং পুনে সুপারজায়ান্টের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষের জন্য তিরস্কার করা হয়।