দশ জনের সান্ডারল্যান্ডকে রোববার ৩-০ গোলে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জলাতান ইব্রাহিমোভিচের মৌসুমের ২৮তম গোল সফরকারীদের স্টেডিয়াম অব লাইটে এগিয়ে দিয়েছিল। সেবাস্টিয়ান লারসনের লাল কার্ডের পরে হেনরিখ মাখিটারিয়ানের গোল ব্যবধান দ্বিগুন করে।
স্বাগতিক সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকে খুব একটা নিয়ন্ত্রন নিতে পারেনি ইউনাইটেড। মাত্র ৫টি লিগ ম্যাচে জয়ী দলের বিপক্ষে এমন শুরু কেউই আশা করেনি। তবে ইব্রাহিমোভিচ ৩০ মিনিটেই দুর্দান্ত ভাবে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাখিটারিয়ানের গোলে ব্যবধান দ্বিগুন করে সফরকারীরা। এর আগে এ্যান্ডরা হেরেরাকে বাজেভাবে ট্যাকেলের কারনে লারসনকে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করতে হয়। এরপর মার্কোস রাশফোর্ড ম্যাচের শেষের দিকে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন।
এই জয়ে ম্যানচেস্টার সিটির থেকে চার পয়েন্ট পিছিয়ে ৫ম স্থানে থাকলো ইউনাইটেড। যদিও সিটির থেকে এক ম্যাচ কম খেলেছে মরিনহোর শিষ্যরা। এখন তাদের সামনে লক্ষ্য বৃহস্পতিবার ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে এ্যান্ডারলেখের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ।
অন্যদিকে, প্রিমিয়ার লিগের তলানিতে থাকা ডেভিড ময়েসের সান্ডারল্যান্ড এখনো রেলিগেশন জোন থেকে ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে। হাতে থাকা আট ম্যাচ থেকে তারা কতটুকু নিজেদের টেনে তুলতে পারবে সেটাই এখন দেখার বিষয়।