মাঠের মধ্যে তিনি এখনও ক্যাপ্টেন কুল৷ আর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তিনি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ম্যাচ ফিনিশার৷ তার সতীর্থদের মধ্যে অনেকেই তাকে ‘শিক্ষক’ হিসেবে মানেন৷ সেই মহেন্দ্র সিং ধোনি এবার নাচ শেখালেন পুণে সুপারজায়েন্টে তার সতীর্থ ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্মিথকে ধোনির থেকে ভালো ক্যাপ্টেন বলে বিতর্ক তৈরি করেছেন পুণে সুপারজায়েন্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কারের ভাই হর্ষ গোয়েঙ্কা৷ সেই বিতর্ক নিয়ে কোন মাথা ব্যাথা নেই ক্যাপ্টেন কুলের৷ তিনি বরং সতীর্থদের সঙ্গে সময়টা বেশ উপভোগ করছেন৷
আইপিএলের দশম সংস্করণে সবচেয়ে দামী খেলোয়াড় স্টোকস৷ ধোনির কাছে নাচের ক্লাস করলেন তিনি৷ এ নিয়ে ইনস্ট্র্যাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন মাহি৷ সেখানে দেখা যায় ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে নাচের স্টেপ দেখাচ্ছেন মাহি৷ আর মন দিয়ে তা শেখার চেষ্টা করছেন স্টোকস৷
বিডি-প্রতিদিন/ ০৯ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪