নবম আইপিএল আসরের সেরা উদীয়মান খেলোয়াড় তিনি। কিন্তু দশম আইপিএল শুরু হয়েছে সপ্তাহ খানিক হলো। কিন্তু কাটার মাস্টারের দেখা নেই। কারণটা অবশ্য যৌক্তিক। দেশের হয়ে শ্রীলংকা সফরে ছিলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র এ বোলার। তবে সব ব্যস্ততা কাটিয়ে আবারও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে যাচ্ছেন তিনি।
আইপিএল খেলতে যাওয়া নিয়ে মোস্তাফিজ বললেন, ‘যাওয়ার তো কথা ছিল আজই। সাপ্তাহিক ছুটি থাকায় ভিসা পেতে এক দিন দেরি হয়েছে। সব ঠিক থাকলে কাল রওনা দেব।’
১২ এপ্রিল হায়দরাবাদের ম্যাচটা খেলার কথা তাঁর। তবে এবার আইপিএলে কটা ম্যাচ খেলতে পারবেন, তা নিয়ে তিনি নিজেও দ্বিধায়, ‘এটা নিয়ে এখনো কিছু বলতে পারছি না। আয়ারল্যান্ড সফরের আগে দেশে ফিরতে পারি, আবার ভারত থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দিতে পারি।’
ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ২৬ এপ্রিল আয়ারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন মাশরাফিরা। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ মে।