শিরোনামটা দেখে পাঠকের হয়তো খটকা লাগতে পারে! তবে গুজরাট লায়ন্স ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে ওয়ার্নার যে সৌজন্যতা দেখিয়েছেন তা ক্রিকেট মাঠে খুব কমই দেখা মিলে।
তার সৌজন্যতা ক্রিকেট ভক্তদের মনকে জয় করে নিয়েছে। ঘটনাটা তাহলে খুলেই বলি, বোলিং করতে গিয়ে গুজরাটের বোলার তাসিল তামপির পা থেকে জুতা খুলে যায়। ওয়ার্নার ছিলেন ননস্ট্রাইকিং প্রান্তে। ময়েস হেনরিকেস সোজা ব্যাটে বল ঠেলে দ্রুত এক রানের জন্য দৌড় দিয়েছেন। দৌড় শুরু করেছেন ওয়ার্নারও। দ্রুত রান নেওয়া, যত দ্রুত সম্ভব নিরাপদ দাগ পেরোনোর তাড়া। কিন্তু ওয়ার্নার এরই মধ্যে দৌড়ের মাঝখানেই তামপির খুলে যাওয়া জুতো দ্রুত কুড়িয়ে বোলারের হাতে দিয়ে আবার ছুট। রানের মধ্যেই জুতো কুড়িয়ে বোলারকে দেওয়া হচ্ছে, এই দৃশ্য কে কবে দেখেছে! সত্যিই ভদ্রলোকের খেলা ক্রিকেট! এ যেন আবারও প্রমাণ করলেন ওয়ার্নার।
অবশ্য গুজরাট লায়ন্সের বিপক্ষে সহজ জয়ই পেয়েছে হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে গুজরাট লায়ন্স করতে পেরেছিল মোটে ১৩৫। জবাবে ১৫ ওভার ৩ বলেই ৯ উইকেটের জয় তুলে নেয় হায়দরাবাদ। সর্বোচ্চ ৭৬ রান করেন ওয়ার্নার।