আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০১৬-১৭ মৌসুমের খেলা। এর আগে দলবদল করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কারণ শ্রীলংকা সফরে থাকায় নির্ধারিত সময়ে দলবদলে ছিলেন না তারা।আর ঢাকা প্রিমিয়ার লিগের গতবার লিজেন্ডস অব রূপগঞ্জে থাক ওপেনার সৌম্য সরকার। এবার দল পাল্টে নাম লিখিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে।
সোমবার আনুষ্ঠানিকভাবে প্রাইম ব্যাংকে নাম লেখান তিনি। যদিও আগে থেকেই শোনা যাচ্ছিল এখানেই সাব্বির রহমানের সঙ্গে খেলবেন এ ব্যাটসম্যান।
শ্রীলঙ্কা সিরিজের আগে ফর্ম না থাকলেও এই সিরিজ দিয়ে ফিরেছেন ভালোভাবেই। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেকে মেলে ধরতে এই লিগকেই কাজে লাগাবেন তিনি।