জাতীয় ফুটবল দলের কোচ এদগার্দো বাউজাকে বরখাস্ত করেছে আর্জেন্টিনা। রাশিয়া ব্শ্বিকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে একের পর এক ব্যর্থতার কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা।
তারা আরো জানায়, বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচে বাউজার অধীনে খেলেছে আর্জেন্টিনা। যেখানে জয় মাত্র ৩টিতে। এই অবস্থায় ২০১৮ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের! এই পরিস্থিতি আর মেনে নিতে পারেনি দেশটির ফুটবল সংস্থা। এই সংস্থার প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া বলেছেন, ‘আমরা একটি সমঝোতায় পৌঁছেছি। বাউসাকে বলেছি যে তিনি আর কোচ থাকছেন না।’
যদিও কিছু দিন আগেই আর্জেন্টিনার ফুটবল সংস্থা জানিয়েছিল এমন কিছুর দিকে হাঁটবে না সংস্থাটি। কিন্তু হঠাৎ করে সোমবারই তাকে বরখাস্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন!
দক্ষিণ আমেরিকার বাছাইয়ে পঞ্চম স্থানে রয়েছে আর্জেন্টিনা। অবস্থা আরও জটিলতর হলে প্লে অফে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে খেলতে হবে তাদের।
উল্লেখ্য, গত আগস্টে কোপা আমেরিকায় ব্যর্থতার পরই বিদায় নেন মার্তিনো। তার জায়গায় দলের দায়িত্ব পান এদগার্দো বাউসা।
সূত্র: ইউএসএ টুডে