মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে ফিরতে পারেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। বিরাট নিজেই তেমন ইঙ্গিত দিয়েছেন।
আগামী ১৪ এপ্রিল ঘরের মাঠে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরইমধ্যে আইপিএলে তিনটি ম্যাচ খেলে ফেলেছে বেঙ্গালুরু। দুটিতে তাদের হারতে হয়েছে। কোহলি ফিরে আসলে বেঙ্গালুরু অনেক আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে।
ইন্সট্রাগ্রামে কোহলি লিখেছেন, ‘মাঠে নামার জন্য ছটফট করছি। হয়ত ১৪ এপ্রিলই মাঠে নেমে পড়ব।’
এদিকে মঙ্গলবারই সানরাইজার্স হায়দরাবাদ দলের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ইতিমধ্যেই তিনি হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
বুধবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজুর। মঙ্গলবার টুইটারে মুস্তাফিজুর লিখেছেন, ‘ভারতে আসছি। এবার লক্ষ্য আইপিএল। যোগ দেব দলের সঙ্গে।’
সূত্র: আজকাল