২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ফুটবলের আসর। তবে এরই মধ্যে ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন নিয়ে সরব হয়ে উঠেছে কর্তৃপক্ষ। আগামী
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে একজোট হয়েছে তিনটি দেশ। তারা হলো- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
সোমবার যৌথভাবে জমকালো এই টুর্নামেন্ট আয়োজন করার ঘোষণা দিয়েছে তারা। যদি সেটি হয় তাহলে ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ ফিফার এই টুর্নামেন্ট আয়োজনের সাক্ষী হবে।
যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্থার প্রধান সুনিল গুলাটি টুর্নামেন্ট আয়োজনে নিলামে অংশ নেওয়ার কথা জানিয়ে বলেছেন, এই পদক্ষেপে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর সঙ্গে দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক সত্ত্বেও এই পদক্ষেপে সমর্থন দিয়েছেন তিনি। গুলাটি আরও জানিয়েছেন টুর্নামেন্ট আয়োজনে নিজেদের পরিকল্পনা। যেখানে টুর্নামেন্টের ৬০টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। কানাডা ও মেক্সিকোতে হবে বাকি ১০টি করে ম্যাচ। নকআউট পর্বের সব খেলাই আয়োজন করবে যুক্তরাষ্ট্র। তবে ২০২০ সালে ফিফার সদস্যদেশগুলোর ভোটেই নির্ধারিত হবে কে হতে যাচ্ছে এই টুর্নামেন্টের আয়োজক।
এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র প্রথমবার বিশ্বকাপ আয়োজন করেছিল। বলা হয়ে থাকে সেবারই এই টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল দর্শকদের মাঝে। মেক্সিকো আয়োজন করে দুবার। ১৯৭০ ও ১৯৮৬ সালে টুর্নামেন্ট আয়োজন করেছিল দেশটি।
সূত্র: এএফপি।