চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে উঠেছে শিরোপাধারী রিয়াল মাদ্রিদও। তবে জুভেন্টাস গোলরক্ষক জানলুইজি বুফন জানালেন, রিয়াল নয়, বার্সেলোনাই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।
মঙ্গলবার নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ সময় পৌনে একটায় বার্সেলোনার মুখোমুখি হবে জুভেন্টাস। ম্যাচের আগে স্পেনের দলটিকে সমীহ করার কথা জানান বুফন।
'আমি মনে করি, আমরা জানি যে এই দুই ম্যাচে (দুই লেগে) আমরা সম্ভাব্য যে কঠিনতম প্রতিপক্ষ পেতাম, তাদের মুখোমুখিই হতে যাচ্ছি। সম্ভবত বার্সেলোনা নকআউট পর্বের দুই লেগে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ; কেননা, তাদের হার-জিতটা প্রায় তাদের পারফরম্যান্সের ওপর নির্ভর করে। কিন্তু এটাও সত্যি যে, এটা চ্যাম্পিয়ন্স লিগ এবং বার্সেলোনার বিপক্ষে নিজেদেরকে আবার যাচাই করে নেওয়টাও হবে চমৎকার।'