কী কাণ্ড! পাপারাজ্জিদের অত্যাচারে শেষ পর্যন্ত চাকরি ছাড়তে বাধ্য হলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বান্ধবী জিওরজিনা রডরিগুয়েজ। ইতালির লাক্সারি ফ্যাশন হাউস ‘প্রাডা’–তে সেলস অ্যাসিসটেন্টের পদে চাকরি করতেন রডরিগুয়েজ। মাস গেলে তাঁর মাইনে ছিল প্রায় ১ লাখ ১০ হাজার টাকার মতো। কিন্তু যেই সময় থেকে জানাজানি হয়েছে সি আর সেভেনের সঙ্গে সম্পর্ক রয়েছে রডরিগুয়েজের, তবে থেকেই শুরু হয়েছে উৎপাত।
তাই ২২ বছরের রডরিগুয়েজ সম্পর্কে খুঁটিনাটি খবর জানতে প্রায়ই তাঁর কর্মস্থলে গিয়ে হাজির হচ্ছিলেন পাপারাজ্জিরা। ক্রেতা সেজে ঢুকে এক্সক্লিউসিভ খবর জোগাড় করার হিরিক পড়ে গিয়েছিল। ব্যাপারটা একেবারেই পছন্দ হয়নি রডরিগুয়েজের। রোনালদোর বান্ধবী হওয়ার খেসারত এর আগেও দিতে হয়েছে রডরিগুয়েজকে।
গত নভেম্বরে ‘গুচি’র থেকে চাকরি যায় তাঁর। কোম্পানির উচ্চ পদস্ত কর্তারা মনে করেছিলেন রডরিগুয়েজ কাজ করলে, সাংবাদিকদের আনা–গোনা লেগেই থাকবে। তাতে অস্বস্তি বোধ করতে পারেন কোম্পানির অন্য ক্রেতারা।
সূত্র: আজকাল