পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আর উদ্বোধনী জুটির শুরুতেই ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৩১ রানের মাথায় উইকেট খুইয়েছে স্বাগতিকরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে এক উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নেমেছেন এভিন লুইজ ও চ্যাডউইক ওয়ালটন। লুইজ ১৬ রানে জুনাইদ খানের বলে ফিরে গেলেও ও ওয়ালটন ১৫ রানে অপরাজিত আছেন।
এর আগে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের জয় পায় স্বাগতিক ওয়েস্টইন্ডিজ। তবে দ্বিতীয় ওয়ানডেতে ৭৪ রানের বড় জয়ে সমতায় ফিরে সফরকারী পাকিস্তান। আজ তৃতীয় ওয়ানডে তথা সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।