আর্জেন্টিনা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারবে কিনা সেটা সময় বলবে৷ তবে বলিভিয়ার সঙ্গে আগের ম্যাচে ০-২ হারার পরই মেসিদের জাতীয় দলের কোচ কোচ এদগার্দো বাউজার ভবিষ্যৎ হয়ে পড়েছিল নড়বড়ে৷ শেষ পর্যন্ত তাকে বিদায়ই নিতে হলো৷ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সোমবার তাকে করেছে৷
কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর জেরার্দো মার্তিনো সরে দাঁড়ালে গত আগস্টে দায়িত্ব পেয়েছিলেন বাউসা৷ তার অধীনে আট ম্যাচে দল জিতেছে মাত্র তিনটিতে৷ দক্ষিণ আমেরিকা জোনের বিশ্বকাপ বাছাইপর্বে চার ম্যাচ বাকি থাকতে এখন পঞ্চম স্থানে থাকায় সরাসরি বিশ্বকাপে না খেলতে পারার শঙ্কায় তারা৷
এএফ-এর নতুন কার্যনির্বাহী পরিষদের এটি প্রথম বড় সিদ্ধান্ত৷ সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, ‘আমাদের সঙ্গে বাউজার কথা হয়েছে৷ তাকে বলে দেওয়া হয়েছে, তিনি আর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ নেই৷ জাতীয় দলের অবস্থা খুব বাজে, এটা সবাই জানে৷’
বিডি প্রতিদিন/ ১১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯