বরুশিয়া ডর্টমুন্ড খেলোয়াড়দের বহনকারী বাসে বোমা বিস্ফোরণের ঘটনায় স্থগিত থাকা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি আজ বুধবার অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার রাতে জার্মান ফুটবল ক্লাবটির বাসে তিন দফা বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে দলটির ডিফেন্ডার মার্ক বার্ত্রা গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কব্জির হাড়ে আঘাত পাওয়ায় অপারেশন চলছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মোনাকোর মুখোমুখি হওয়ার কথা ছিল বরুশিয়া ডর্টমুন্ডের। ওই ম্যাচ খেলতেই মাঠে যাচ্ছিল স্বাগতিক ডর্টমুন্ডের টিম বাসটি। যাওয়ার পথে হোটেলের বাইরে তিন দফা বিস্ফোরণে কেঁপে উঠে ডর্টমুন্ডের খেলোয়াড়দের বহন করা বাস।
ডর্টমুন্ড পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ হয়েছে তিন দফায়, যদিও বড় কোনও ক্ষয়-ক্ষতি হয়নি। আহত হয়েছেন শুধুমাত্র সাবেক বার্সেলোনা ডিফেন্ডার বার্ত্রা। তবে এটিকে টার্গেটে হামলা বলে দাবি করেছে পুলিশ।
অন্যদিকে এ ঘটনায় ডর্টমুন্ড-মোনাকোর চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা স্থগিত করার ঘোষণা দিয়েছে উয়েফা। আজ বুধবার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
সূত্র: বিবিসি