ডোপ কোড ভঙ্গের দায়ে এক বছরের জন্য মাঠের বাইরে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তবে ক্রিকেট মাঠে নিষিদ্ধ হলেও বলিউডের মাঠে কিন্তু বেশ ফর্মেই আছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) না থেকেও এই সময়ে ভারতে অবস্থান করছেন সাবেক এই কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার। জানিয়েছেন, ক্রিকেট ছাড়ার পর বলিউডে ক্যারিয়ার গড়তে চান। আর সেভাবেই নাকি এগোচ্ছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
জানা গেছে, গায়ক হিসেবে মন্দ নন আন্দ্রে। ভারতে চলছে তার প্রথম অ্যালবামের কাজ। এ ব্যাপারে রাসেল বলেন, ‘এই বছরেই গায়ক হিসেবে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এই মুহূর্তে যেহেতু ক্রিকেটে নেই আমি, তাই সময়টা কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়েই কাজ করছি। সেই জায়গা থেকেই অ্যালবাম তৈরির কথা মাথায় এসেছে।’
রাসেলের এই নতুন ‘প্রজেক্ট’ এ মিউজিক ভিডিও থাকবে, সেখানে কাকে অভিনয়ে নিতে চান সে ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে ক্যারিবিয়ান এই ক্রিকেটার বলেন, ‘বলিউডের কোন অভিনেত্রীদের এই মিউজিক ভিডিওতে নেওয়া যায়, সেটা নিয়ে চিন্তা করছি। তবে দীপিকা-প্রিয়াঙ্কাদের এখানে নিতে পারলে বেশি খুশি হবো।’
রাসেল আরও জানালেন, তার গায়কের সঙ্গে সঙ্গীতায়জনের কাজ করছেন লস অ্যাঞ্জেলসের জেমিনি। জাস্টিন বিবারের গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়া ‘সরি’ গানের প্রডিউসার ছিলেন তিনি। ব্যাপারটি উল্লেখ করে তিনি বললেন, ‘জাস্টিন যে স্টুডিতে, যে মাইকে গেয়েছিলেন আমিও সেখানেই গেয়েছি।’
সেক্ষেত্রে ক্রিকেটার রাসেলের কি হবে? উত্তরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৮২ রান আর ৬৪ উইকেট নেওয়া এই অলরাউন্ডার বলেন, ‘ক্রিকেট আমার প্রথম ভালোবাসা। কিন্তু নাচগান আমার কাছে নেশার মতো। তাছাড়া গানের প্রতি ভালোবাসা আমাদের জ্যামাইকানদের রক্তে রয়েছে।’
সূত্র: হিন্দুস্তান টাইমস