ফুটবল জাদুকর মেসি! তাকে বলা হয় গ্রহের অন্যতম সেরা ফুটবলার। ক্লাব বার্সার হয়ে প্রায় সব রেকর্ডই নিজের করে ফেলেছেন তিনি। আর রোববার রাতে ‘এল ক্লাসিকোয়’ রিয়ালের বিরুদ্ধে দু’গোল করে গড়লেন আরও এক বিরল রেকর্ড। বার্সার হয়ে ৫০০ গোলের এক মাইলস্টোন স্পর্শ করলেন এই আর্জেন্তাইন মহাতারকা।
পাঁচ বারের বিশ্বসেরা ফুটবলার মেসির জাদুতে কাতালান ক্লাবটি প্রতিপক্ষের মাঠে এক গোলে পিছিয়ে পড়েও ৩-২ জয় পেয়েছে। খেলার ৯৩ মিনিটে গোল করে বার্সাকে জেতানোর পাশাপাশি মেসি এই অনন্ত নজির গড়ে ফেলেন। চলতি মৌসুমে এটা তার ৩১ নম্বর গোল। ‘এল ক্লাসিকোয়’ এটি মেসির ২৩তম গোল।
দেখে নেয়া যাক বার্সা সম্রাট মেসির ৫০০ গোল
প্রতিযোগিতা গোল
লা লিগা ৩৪৩
চ্যাম্পিয়ন্স লিগ ৯৪
কোপা ডেল রে ৪৩
স্প্যানিশ সুপার কাপ ১২
ফিফা ক্লাব বিশ্বকাপ ০৫
ইউরোপিয়ান সুপার কাপ ৩
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ