মোনাকো টেনিস টুর্নামেন্টে ১০ নম্বর খেতাব জিতলেন রাফায়েল নাদাল। সেই সাথে মন্টে-কার্লো মাস্টার্সের ১২০ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নাম লেখালেন ইতিহাসের পাতায়। রোববার ফাইনালে নিজের দেশেরই র্যামোস ভিনোলাসকে মাত্র এক ঘন্টা ১৬ মিনিটে স্ট্রেট সেটে (৬-১,৬-৩) উড়িয়ে দেন তিনি।
এদিন ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিলেন ‘কিং অফ ক্লে’। একটি গেম হারিয়ে প্রথম সেট জিতে নেন রাফায়েল নাদাল। দ্বিতীয় সেটে কিছুটা হলেও লড়াই দেন বিশ্বের ২৪ নম্বর এই স্প্যানিশ খেলোয়াড়। কিন্ত ৩-৪ পিছিয়ে থাকা অবস্থায় নিজের সার্ভিস খোয়ান ভিনোলাস।
এরপর নিজের সার্ভিসে পরপর দুটি ‘এস’ ম্যাচ নিজের পকেটে নেন নাদাল। ০-৩০ গেমে পিছিয়ে থাকা অবস্থায় ডাবল ফল্ট করে তার হাতে সেট পয়েন্ট তুলে দেন ভিনোলাস।
প্রসঙ্গত, এই জয়ের মধ্য দিয়ে ক্লে-কোর্টে নিজের ৫০ নম্বর খেতাবও জিতলেন ১৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাদাল।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ