আসন্ন চ্যাম্পিয়ন ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ফিরেছেন দুই পেসার মিচেল ম্যাকক্লেনাগান, অ্যাডাম মিলনি ও অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের ফিটনেস প্রমাণ করায় তাদের স্কোয়াডে ফেরানো হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
দলে পাঁচজন স্পেশালিস্ট ব্যাটসম্যানকে রাখা হয়েছে। বোলিংয়ে চার পেস বোলারের পাশাপাশি তিন পেস অলরাউন্ডার। রয়েছেন দু’জন স্পিনারও। এছাড়া বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে লুক রনকি থাকলেও তার ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে টম লাথামকে।
‘এ’ গ্রুপে নিজের প্রথম ম্যাচে আগামী ২ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে কিউইরা। এই গ্রুপের বাকি দল স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশ।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, নেইল ব্রম, রস টেইলর, টম লাথাম, কোরি অ্যান্ডারসন, লুক রনকি (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, জিতান প্যাটেল, মিচেল স্যান্টনার, মিচেল ম্যাকক্লেনাগান, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনি, টিম সাউদি।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৭/মাহবুব