চলতি বছরের জুনে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এ দলে পুনরায় ডাক পেয়েছেন উমর আকমল ও আজহার অালী। দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেট কিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।
এছাড়া দলে রয়েছেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, বাবর আজম ও মোহাম্মদ আমির।
পাকিস্তান দল:
মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, বাবর আজম, মোহাম্মদ আমির, উমর আকমল, আজহার অালী, আহমেদ শেহজাদ, ইমাদ ওয়াসিম, ফখর জামান, হাসান আলী, জুনায়েদ খান, ওয়াহাব রিয়াজ, শাদাব খান ও ফাহিম আশরাফ।
সূত্র: ক্রিকইনফো
বিডি প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৭/ ই জাহান